নতুন খবরবিনোদনভাইরালটাকা পয়সারেসিপিলাইফ স্টাইলটেক নিউজপশ্চিমবঙ্গপ্রকল্প

Bengali Serial: এক বা দুই বছর নয়, প্রধান চ্যানেল এবার ১০০ দিনের এপিসোডে নতুন গল্প আনছে

Published on:

Bengali Serial: বাংলায় গৃহিণীদের কাছে বিনোদনের মূল উৎস হল বাংলা ধারাবাহিক (Bengali Serial)। প্রত্যেকদিন সারাদিনের কাজের শেষে বাংলা ধারাবাহিক হয়ে ওঠে বিনোদনের জায়গা।কোন ধারাবাহিকে কি চলছে, কোন ধারাবাহিকের কাহিনী কত ভালো, কোন চরিত্রটি কেমন এইসব নিয়ে তরজা চলতে থাকে ধারাবাহিক প্রেমী নারীদের মধ্যে। একই রকমভাবে কোন চ্যানেলে বেশি ভালো ধারাবাহিক চলছে সেই নিয়েও চলে আলোচনা।

দর্শকদের কথা মাথায় রাখতে বর্তমানে তৎপর হয়ে উঠেছে বিভিন্ন চ্যানেলগুলো। জি বাংলা হোক বা স্টার জলসা, কালার্স বাংলা হোক বা সান বাংলা টিআরপি নিয়ে প্রায় সবকিছু চ্যানেলের মধ্যেই চলছে বিরাট লড়াই। কোন ধারাবাহিকটি দর্শকদের বেশি পছন্দ হচ্ছে সেই নিয়ে চলে বিরাট প্রতিযোগিতা। বর্তমান সময়ে সবকিছুরই বদল ঘটেছে। সেই মতো মেগা সিরিয়ালের সময়কাল হয়ে দাঁড়িয়েছে ১ থেকে ২ বছর। আগের মতো আর বছরের পর বছর ধারাবাহিক গুলো এখন চলতে থাকে না। এমনকি কিছু কিছু ক্ষেত্রে টিআরপি না থাকার কারণে মাস তিনেকের মধ্যেই ধারাবাহিকগুলোকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রধান চ্যানেলগুলো।

১০০ দিনের ধারাবাহিক নিয়ে আসছে প্রধান চ্যানেল : সম্প্রতি ধারাবাহিক প্রেমীদের জন্য রয়ছে বড় খবর। ১ বছর, ২ বছর নয় ১০০ পর্বের গল্প নিয়ে পর্দায় আসবে এই প্রধান চ্যানেল। ভারতলক্ষ্মী স্টুডিয়োতে ইতিমধ্যেই শুরু হয়েছে শুটিং। পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের পরিচালনায় ১০০ এপিসোডের কনটেন্টের শুটিং করেছে চ্যানেল।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

জানা গেছে এবার এই বিনোদন চ্যানেলে এরকম ১০০ এপিসোডের কিছু কনটেন্ট নিয়ে আসছে। যার প্রস্তাব বেশ কিছু আগেই প্রযোজনা সংস্থাগুলোকে দিয়েছিল চ্যানেল। জানা গেছে সুরিন্দর ফিল্মস, যীশু উজ্জ্বল সেনগুপ্ত প্রযোজনা সংস্থা, টেন্ট সিনেমা, অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট, বাংলা টকিজ, ম্যাজিক মোমেন্ট প্রযোজনা সংস্থাকে এই একশো দিনের ধারাবাহিকের প্রজেক্ট দিয়েছে চ্যানেল।

একশো দিনের ধারাবাহিক নিয়ে আসছে চ্যানেল কারণ : সবটাই দর্শকদের কথা মাথায় রেখে। অধিকাংশের মতে, দীর্ঘসময় ধরে চলা ধারাবাহিকের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলছেন দর্শকরা। একটা সময় পর কাহিনীর ওপর বিরক্ত চলে আসছে দর্শকদের। আর সেই কথা মাথায় রেখেই এবার এই নতুন পরিকল্পনা করেছে চ্যানেল। কিন্তু কোন চ্যানেল আসবে এই ধারাবাহিকগুলো? দর্শকদের প্রিয় চ্যানেল কালার্স বাংলায় আসবে এই নতুন ধারাবাহিকগুলো। জানা গেছে একেবারে নতুন করে শুরু হবে কালার্স বাংলা। আর সেখানেই এবার ১ বছর ২ বছরের নয়, ১০০ দিনের ধারাবাহিক দেখবেন দর্শকরা।

আরও পড়ুন: LPG: আবারো মাথায় হাত মধ্যবিত্ত পরিবারের! মাসের শুরুতেই বাড়ল গ্যাস সিলিন্ডারের দাম

 

 

About Author

Leave a Comment